বৃহস্পতিবার ১০ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর
Riya Patra | ২৪ এপ্রিল ২০২৪ ১৬ : ২০Riya Patra
মিল্টন সেন,হুগলি: জেলার দুটি পৃথক গঙ্গার ঘাটে স্নান করতে নেমে তলিয়ে গেলেন তিনজন। ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে উত্তরপাড়া কলেজ ঘাট এবং ত্রিবেণী রাজা ঘাটে। ২ জন ভিন রাজ্যের বাসিন্দা অভিমুন্যু শর্মা(২৫) ও সুমন শেখর(২৯) এবং দক্ষিণ ২৪ পরগনা সোনারপুরের বাসিন্দা দেবোত্তম সাহা(২২)। এদিন সকালে উত্তরপাড়া কলেজ ঘাটে স্নান করতে নামেন চারজন। অভিমৃুন্যু শর্মা, সুমন শেখর, সুরজিৎ সিং এবং অরবিন্দ কুমার। ভিন রাজ্যের বাসিন্দা এই চারজন। উত্তরপ্রদেশের গাজিয়াবাদ, হরিয়ানা ও দিল্লীর বাসিন্দা এই চারজন। জানা গেছে, বেসরকারি টেলিকম সংস্থার হয়ে ব্রডব্যান্ড সার্ভিসে কাজ করতে চারজন উত্তরপাড়া এসেছিল। দুপুর একটা নাগাদ ঘটনাটি ঘটেছে। ওই ঘাটে স্নান করতে আসা বিঞ্জু সাউ বলেছেন, তখন গঙ্গায় জোয়ার ছিল। চার যুবক স্নান করতে নামে। একজনকে তলিয়ে যেতে দেখে বাকিরা ওই যুবককে বাঁচানোর চেষ্টা করে। জলের তোড়ে চারজনই তলিয়ে যেতে থাকেন। দুজনকে উদ্ধার করা গেলেও বাকি দুজন অভিমুন্যু ও সুমন তলিয়ে যায়। একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে মগরা থানার অন্তর্গত ত্রিবেণীর রাজা ঘাটে। এদিন দুপুরে তিন বন্ধু মিলে ত্রিবেণীর ওই গঙ্গার ঘাটে স্নান করতে নামে। জলের তোড়ে তলিয়ে যান দক্ষিণ ২৪ পরগনা সোনারপুরের বাসিন্দা দেবোত্তম সাহা। দেবোত্তম মগরা জয়পুরে মাসির বাড়িতে থাকতেন। মগরা বাগাটি কলেজে প্রাক্তন ছাত্র তিনি। খবর পেয়ে গঙ্গার ঘাটে পৌঁছয় বাঁশবেড়িয়া পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পায়েল ব্যানার্জি। খবর দেওয়া হয় পুলিশে। দেবোত্তমের এক বন্ধু অনির্বান বর্ধন জানিয়েছেন, সাইকেল করে ঘুরতেন দেবোত্তম। এদিন টোটো করে তিনজন একসঙ্গে ঘাটে আসে। ছবি তুলছিনেল তাঁরা। তারপর গঙ্গায় নামেন। তখন ভাঁটা ছিল। কিছুটা দূরে গিয়ে একটা গর্তে পড়ে যাওয়ার পর্, আর উঠতে পারেননি। পুলিশ সূত্রে জানানো হয়েছে, তিন জনের খোঁজেই তল্লাশি শুরু হয়েছে।
নানান খবর

নানান খবর

বাড়ি পৌঁছনোর নামে রিসর্টে নিয়ে যায়, তারপরেই যুবতীকে গণধর্ষণ, হাসনাবাদে ভয়ঙ্কর কাণ্ড

ভয় দেখিয়ে ধর্ষণ, তার জেরেই অন্তঃসত্ত্বা নাবালিকা, ঘৃণ্য অপরাধে প্রতিবেশী দাদুকে কড়া সাজা

হুড়মুড়িয়ে ভেঙে পড়ল নির্মীয়মাণ দেওয়াল, হাওড়ায় মৃত্যু এক শ্রমিকের, আহত আরও ২

একনাগাড়ে বৃষ্টি, বজ্রপাত! কালবৈশাখীর দাপটে তোলপাড় হবে বাংলা, পয়লা বৈশাখেও দুর্যোগের ঘনঘটা

মাটি নিয়ে গবেষণার মাঝেই ইসরো-তে চাকরির ডাক, ময়ূরাক্ষীর বিরাট সাফল্যে উজ্জ্বল দিনহাটা

অগ্নিদগ্ধ ব্যবসায়ী পরিবার, আগুনে ঝলসে চার জন ভর্তি হাসপাতালে

ভাবছেন এই গরমে কোথায় পাবেন স্বস্তি? ঘুরে আসতে পারেন 'অফবিট' এই জায়গা থেকে

বিয়ের দাবিতে পঞ্চায়েত প্রধানের বাড়ির সামনে ধরনায় যুবতী! হাতে প্ল্যাকার্ড

পিকআপ ভ্যানের ধাক্কায় গুরুতর আহত স্কুল ছাত্রী, জনতার মারে হাসপাতালে ভর্তি গাড়ির চালক

পড়ে রইল খাবার, পাত্র-পাত্রী দু'পক্ষের মধ্যে তুমুল ইট ছোড়াছুড়ি

মুখ্যমন্ত্রীর আশ্বাসেই বিশ্বাস, রিষড়ার এই স্কুলে যোগ দিলেন চাকরিহারা শিক্ষকরা

নতুন বাইক নিয়ে 'জয়রাইড', সেতু থেকে খালে পড়ে থামল দুরন্ত গতি

বিয়ের তিরিশ বছর পর বধূ নির্যাতন, স্ত্রীকে আগুনে পুড়িয়ে খুন, যাবজ্জীবন কারাদণ্ড বলাগড়ের বৃদ্ধের

জীবনের ঝুঁকি নিয়েই জঙ্গলে প্রবেশ করলেন মৌলেরা, শুরু মধু সংগ্রহের কাজ

ফের ডুয়ার্সের ঘিস নদীর চরে উদ্ধার মর্টার শেল, কোথা থেকে এল? চরম ধোঁয়াশা

মানা হল না নির্দেশ, শোভাযাত্রায় অস্ত্র হাতে সামিল হল আট থেকে আশি

গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুতে চাঞ্চল্য বেলঘরিয়ায়

রাজবংশী ভাষায় প্রকাশিত হল প্রথম রামায়ন

অ্যাম্বুলেন্স চালকের দাদাগিরি, তাতেই হয়রান প্রসূতির জীবন সংকটে